আফ্রিকার বুরকিনা ফাসোর দুটি সেনাশিবিরে হামলায় নিহত ৫

21

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দুটি সেনাশিবিরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার সৈন্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই দিন ভোররাতে অজ্ঞাত হামলাকারীরা বান শহরে ও ইয়েনসে গ্রামে সামরিক বাহিনীর দুটি শিবির আক্রমণ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, আক্রমণ দুটি ‘প্রায় একই সময়ে চালানো হয়’। সৈন্যরা তাদের শিবিরের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণটি প্রতিহত করে। চলতি বছর বুরকিনায় জঙ্গি হানা ও পশুপালকদের সঙ্গে কৃষক স¤প্রদায়ের সংঘর্ষের ঘটনা অনেক বেড়ে গেছে। এসব ঘটনায় এ পর্যন্ত কয়েকশত বেসামরিক ও সৈন্য নিহত হয়েছেন। গত তিন বছর ধরে দেশের অভ্যন্তরে মাথা চাড়া দিয়ে ওঠা বিদ্রোহীদের কারণে সাহারা মরুভূমির আধা-শুষ্ক সাহেলের তুলনামূলকভাবে শান্ত এ অঞ্চলটি অশান্ত হয়ে উঠেছে। এর সঙ্গে প্রতিবেশী মালির জঙ্গি সহিংসতা সীমান্ত পেরিয়ে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ