আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন আলজেরিয়া

29

রিয়াদ মাহরেজ বনাম সাদিও মানে। শুক্রবার কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মুখ হিসেবে ছিলেন দু’দেশের এই দুই মহাতারকা। কিন্তু হাইভোল্টেজ ম্যাচের নিষ্পত্তি হয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই। ৭৯ সেকেন্ডে স্ট্রাইকার বাগদাদ বৌনেদার নেওয়া শট সেনেগালের এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়ে ঢুকে যায় গোলে। ওই একমাত্র গোলেই সেনেগালকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আফ্রিকান নেশনস কাপ ঘরে তুলল রিয়াদ মাহরেজের আলজেরিয়া। ১৯৯০ পর অর্থাৎ ৩৯ বছর বাদে দ্বিতীয়বার আফ্রিকা সেরা হল তারা। দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ে ম্যাচের বাকি সময়টা আধিপত্য নিয়ে ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোল তুলে নিতে পারেনি সাদিও মানের সেনেগাল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে হ্যান্ডবলের কারণে সেনেগাল পেনাল্টি পেলেও ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সেই পেনাল্টি বাতিল করলে হৃদয় ভাঙে সেনেগালের।
টুর্নামেন্টের সেরা ফুটবলারের শিরোপা ছিনিয়ে নিয়েছেন আলজেরিয়া মিডফিল্ডার ইসমাইল বেনাসের। পাশাপাশি পাঁচ গোল করে রিয়াদ মাহরেজ, সাদিও মানেদের পিছনে ফেলে গোল্ডেন বুট জিতেছেন নাইজেরিয়া স্ট্রাইকার ওদিয়ন ইঘালো।