আফগান নয়, মনে হয় ভারতের ব্যাটসম্যান

17

বৃষ্টি না হলে কী হতো কে জানে! হয়তো চতুর্থ ম্যাচেই সিরিজ হারতো বাংলাদেশ ‘এ ’ দল। ১৭৭ রানের লক্ষ্যে আফগান ‘এ’ দলের শুরু সেটাই বলছিল। ৮.২ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান তুলে নেয় আফগানরা। বৃষ্টি বাগড়ায় সিরিজ বাঁচানোর সুযোগ পেয়েছে ইমরুল কায়েসের দল।
সেই লক্ষ্যেই সোমবার বিকেএসপিতে আফগানদের মুখোমুখি হচ্ছেন ইমরুল-আফিফরা। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায়ও নিজেদের ঘুরে দাঁড়ানোর কথা না বলে প্রতিপক্ষ এবং তাদের ব্যাটসম্যানদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ‘এ’ দলের নেতৃত্বে থাকা ইমরুল কায়েসকে।
আফগানদের এই দলটাকে তাদের জাতীয় দলের চেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয় ইমরুলের কাছে। পাশপাশি এই দলের ব্যাটসম্যানদের নাকি তাঁর কাছে আফগান মনে হয় না, ভারতের বা অন্য কোনো দলের ব্যাটসম্যান মনে হয়।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ ম্যাচ খেলতে নামার আগে সিরিজ ড্র করার ব্যাপারে মোটেও আত্মবিশ্বাসী মনে হয়নি ইমরুলকে। সোমবার সিরিজ বাাঁচানোর মিশনে মাঠে নামবেন ইমরুল-আফিফরা।