আফগান নারীদের মিছিলে তালেবানের গুলি

4

 

মেয়েদের স্কুলে ফেরার দাবি জানিয়ে রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন আফগান নারীরা। তাদের বিক্ষোভে ফাঁকা গুলি ছুড়ে পিছু হটিয়ে দেয় তালেবানের নিরাপত্তা সদস্যরা। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ফরাসি সংবাদমাধ্যম এএফপির সংবাদকর্মীরা। তাদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে ছয় জন নারী ছোট একটি মিছিল বের করেন। মাধ্যমিক স্কুলে মেয়েদের ফেরার অধিকার আছে জানিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের ব্যানারে লেখা ছিল, ‘আমাদের কলম ভাঙবেন না, আমাদের বই পুড়িয়ে দেবেন না, আমাদের স্কুল বন্ধ করবেন না’। কিছুক্ষণের মধ্যেই তাদের বাধা দেয় সশস্ত্র তালেবান সদস্যরা।
একপর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছোড়ে। তালেবানের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ বিষয়ে তালেবানের এক সদস্য মৌলভি নাসরাতুল্লাহ বলেন, তারা অনুমতি ছাড়াই মিছিল বের করেন। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সবারই আন্দোলন করার অধিকার আছে। কিন্তু তার আগে কর্তৃপক্ষকে অবগত করতে হবে।