আফগানিস্তান থেকে আসা ২৭০ কোটি ডলারের মাদক আটক করেছে ভারত

9

 

ভারতের পশ্চিমাঞ্চলীয় একটি বন্দর থেকে তিন টন হেরোইন আটক করেছে কর্মকর্তারা। আফগানিস্তান থেকে প্রবেশ করা এসব মাদকের বাজার মূল্য ২৭০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২২ হাজার ৯৪৬ কোটি টাকারও বেশি। পাউডারের কন্টেইনারে লুকিয়ে এসব মাদক পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মান্দ্রা বন্দরে এসব কন্টেইনার খুঁজে পায় ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। ওই চালানের একটি কন্টেইনারে প্রায় দুই হাজার কেজি এবং আরেকটি কন্টেইনারে প্রায় এক হাজার কেজি হেরোইন রাখা ছিলো।