আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুল-বিজয়রা

27

প্রথম তিন দিন মিলিয়ে কেবল ৪১ ওভার খেলা হওয়ায় দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে ফল হওয়ার বাস্তবিক কোনো সম্ভাবনা ছিল না। তবে বৃষ্টির ফাঁকে যতটুকু খেলা সম্ভব হয়েছে তাতে ভালো করে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল বাংলাদেশ ‘এ’ দলের সামনে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তা পারেনি ইমরুল কায়েসের দল। ড্র হয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচ। প্রথম ম্যাচে জেতা আফগানিস্তান জিতে নিয়েছে সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ২০০ রানে। রকিবুল হাসান ও ফজলে মাহমুদের সাবধানী ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ৮ চারে ৬১ রান করে ফিরেন রকিবুল। শেষ আট ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি ২০ পর্যন্ত। ইয়ামিন আহমাদজাই, শরাফউদ্দিন আশরাফ ও কায়েস আহমেদের দারুণ বোলিংয়ে ৫৬ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। ৪৩ ওভার বোলিং করে আফগানদের গ্রেফ একটি উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। নবম ওভারে উসমান গনিকে বিদায় করেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দ্বিতীয় উইকেট জুটি আর বিচ্ছিন্নই করতে পারেনি বাংলাদেশ। দুই অধিনায়ক ড্র মেনে নেওয়ার সময় আফগানদের স্কোর ছিল ১ উইকেটে ১৬১ রান। চারটি চার ও তিনটি ছক্কায় ৯৬ রানে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান। ৮ চারে ৫২ রানে অপরাজিত ছিলেন বাহির শাহ।