আফগানিস্তানে মার্কিন ঘাঁটির বাইরে আত্মঘাতী বিস্ফোরণ

24

আফগানিস্তানের বাগরাম শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বাইরে বুধবার আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কাবুলের কাছেই বাগরাম বিমান ঘাঁটি দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। আফগান ও ন্যাটো কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। তাৎক্ষণিকভাবে কোনও দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটো মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র বা ন্যাটো জোটের কোনও সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের জন্য নির্মাণাধীন একটি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় চিকিৎসক ডা. সঙ্গীন জানান, হামলার সময় হাসপাতালে কোনও বিদেশি ছিল কিনা; তা এখনও নিশ্চিত নয়।
তিনি জানান, হামলায় আহত পাঁচজনকে চিকিৎসার জন্য তাদের কাছে নেওয়া হয়েছে। তারা সবাই আফগান নাগরিক। এর আগে সোমবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটির কাছে গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।