আফগানিস্তানে ভিড়ের চাপে পিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

13

আফগানিস্তানের একটি শহরে পাকিস্তানের কনস্যুলেটে ভিসার আবেদন করতে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের ধাক্কাধাক্কির মধ্যে ভিড়ের চাপে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনস্যুলেটের সামনে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার একদিন পর বুধবার দুই জন প্রাদেশিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কনস্যুলেটের বাইরে একটি খেলার মাঠে আনুমানিক তিন হাজার লোক জড়ো হয়েছিল, ভিসার আবেদন জানাতে প্রয়োজনীয় টোকেন সংগ্রহের জন্য অপেক্ষা করছিল তারা। জালালাবাদের একজন কর্মকর্তা বলেন, “কনস্যুলেটের কর্মকর্তাদের কাছ থেকে টোকেন নেয়ার জন্য ভিসাপ্রার্থীরা ধাক্কাধাক্কি শুরু করে, তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।” এখানে নিহতদের মধ্যে ১১ জন নারী এবং আহত এক ডজনেরও বেশি লোকের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক লোক রয়েছে বলে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি।