আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৭

56

আফগানিস্তানে এক চৌকিতে হামলার ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এ হামলা ঘটেছে দেশটির কান্দাহার প্রদেশে। বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আফগান তালেবান এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ১৭ বছর ধরে চলা সংঘর্ষের সমাপ্তি টানার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান থাকলেও তারা প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটাচ্ছে। কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আজিজ আহমাদ আজিজি জানিয়েছেন, শুক্রবার স্পিন বোলডুক নামক জেলায় কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে, ১৬ জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছে ১১ জন।
কান্দাহার প্রদেশে এর আগেও বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে।
গত বছরের ১৮ অক্টোবর দেশটির নির্বাচনের ঠিক আগে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে হামলা হয়। দেহরক্ষীর দায়িত্ব পালনকারী আফগান নিরাপত্তাবাহিনীর এক সদস্যের গুলিতে কান্দাহার প্রদেশের তৎকালীন গভর্নর জালমাই ওয়েসা,প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আব্দুল রাজিক ও স্থানীয় গোয়েন্দা প্রধান আব্দুল মমিন প্রাণ হারিয়েছিলেন। মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল অস্টিন স্কট মিলার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তবে অপর দুইজন মার্কিন সেনা কর্মকর্তা আহত হয়েছিলেনছেন। ওই ঘটনাতে জঙ্গি সংগঠন তালেবান হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।