আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি

18

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দি প্রার্থী পাল্টাপাল্টি বিজয় দাবি করেছেন। সোমবার দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ সরাসরি বিজয় লাভের কথা বলেছেন। আগের দিন জয় করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে কোনও পক্ষই নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। দেশটির নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী হাবিবুররহমান নাং বলেছেন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষিত হওয়ার আগে কেউই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিন সপ্তাহের আগে কেউই আনুষ্ঠানি ফল ঘোষণার আশা করছেন না।তালেবান হামলার আশঙ্কার মধ্যে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার বেসরকারি হিসাবের বরাত দিয়ে দেশটির এক নির্বাচনি কর্মকর্তা জানান এই নির্বাচনে মাত্র ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। বিবিসি জানিয়েছে, ২০০১ সালে তালেবান সরকার উৎখাতের পর এবারই সবচেয়ে কম সংখ্যক ভোটার ভোট দিয়েছে। দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ এবং প্রেসিডেন্ট আশরাঘ ঘানি উভয়েই ৫০ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছেন। আফগানিস্তানের আইন অনুযায়ী কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট পেলে দ্বিতীয় দফায় নির্বাচন হবে না। তবে তা না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফা ভোটে অংশ নেবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ফলে দ্বিতীয় দফা নির্বাচনের দরকার হবে না। এর আগের দিন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানির সহকর্মী আমরুল্লাহ সালেহ সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, তাদের দলের তথ্য অনুযায়ী ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছে। উল্লেখ্য, আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্ব›দ্বী আশরাফ ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহ’র কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেনি। দুজনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আবদুল্লাহ আবদুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।