আফগানিস্তানের উন্নয়নে সহায়তা করবে ইরান

10

 

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি জানিয়েছেন দুই দশকের যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়নে সহায়তা করবে ইরান। সাহার আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অর্থনীতিবিদ হাসমত গনি এই মন্তব্য করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের দেশ দখলের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন। মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানের উন্নয়নে অন্য দেশগুলোর সহযোগিতার ব্যাপারে অনীহা অথবা অক্ষমতার কথা উল্লেখ করে হাসমত গনি বলেন, ইরানের সাহায্য ছাড়া আফগান পরিস্থিতির উন্নয়ন ঘটানো কোনভাবেই সম্ভব হতো না এবং এখনো ইরানই একমাত্র দেশ যে প্রকৃত অর্থেই সাহায্য করতে পারে। আফগানিস্তানের বিশেষজ্ঞ সুস্পষ্ট করে বলেন, ইরানের সক্ষমতা আছে; অন্যদিকে পাকিস্তান, চীন এবং রাশিয়া আফগানিস্তানকে সম্ভবত সাহায্য করতে চাইবে না।