আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

1

 

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সে সময় দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আশরাফ গনি। গত বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আফগানদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আফগানদের ছেড়ে যাওয়ার ইচ্ছা তার ছিল না। পরিস্থিতি তাকে বাধ্য করে। তিনি আফগানিস্তানের মানুষের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশ ছেড়েছিলেন।
খবর বেরিয়েছিল যে, আশরাফ গনি দেশ ছাড়ার সময় বহু টাকা নিয়ে গিয়েছিলেন। তিনি এত টাকা নিয়ে যান যে বিমানে না ধরায় বহু টাকা তিনি বিমানবন্দরে রেখে যান। কিন্তু আশরাফ গনি এই অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেছিলেন। এদিন বিবৃতিতেও তিনি আবার বলেছেন যে, টাকা নিয়ে দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা। বিষয়টি প্রমাণ করার জন্য যতি তদন্তের প্রয়োজন হয় তাহলে তিনি প্রস্তুত। আশরাফ গনি বলেছেন, ‘কাবুল ছাড়ার সিদ্ধান্তটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি বিশ্বাস করি, বন্দুক থামানোর জন্য, কাবুলকে রক্ষা করার জন্য, সর্বোপরি আফগানিস্তানের ৬ মিলিয়ন মানুষকে রক্ষার করার জন্য এটিই ছিল সবচেয়ে বড় উপায়।’