আপস করিনি কখনোই আমি-এই হলো ইতিহাস

15

 

একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’র ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টায় ‘আপোষ করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। উদ্বোধনী আয়োজন ছিলো একুশ সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত এবং একুশ প্রযোজনা ‘শিখা চিরন্তন’। সম্পাদনায় আবৃত্তিশিল্পী রণধীর দে, নির্দেশনায় অনির্বাণ চৌধুরী। বর্ষপূর্তি উদযাপন পরিষদের যুগ্ম আহŸায়ক আলপনা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ; বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় আহŸায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাসকুর এ-সাত্তর কল্লোল এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর। স্বাগত বক্তব্য রাখেন একুশ সদস্য সজল দাশ এবং আয়োজন পরিচালনা করেন বর্ষপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী অনির্বাণ চৌধুরী। অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়েছে ৭টি জেলার বরেণ্য আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে। আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম (ঢাকা), মাসকুর এ-সাত্তার কল্লোল (ঢাকা), মজুমদার বিপ্লব (ঢাকা), মাসুম আজিজুল বাসার (ঢাকা), আবু নাছের মানিক (কুমিল্লা), নাজমুল আহসান (ঢাকা), সুকান্ত গুপ্ত (সিলেট), প্রদ্যোত রায় (গোপালগঞ্জ), অ¤øান অভি (পাবনা), মিসবাহিল মোকার রাবিন (ঢাকা), মেহেদী হাসান আকাশ (ঢাকা), পলি পারভীন (ঢাকা), ইমরান সাগর (মাদারীপুর), মো. আসাদুজ্জামন রুবেল (ময়মনসিংহ)।
চট্টগ্রাম থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে ছিলেন অঞ্চল চৌধুরী (বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ), মিলি চৌধুরী (শৈশব বাচিক চর্চাকেন্দ্র), ফারুক তাহের (উচ্চারক আবৃত্তি কুঞ্জ), প্রণব চৌধুরী (বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম), শুভ্রা বিশ্বাস, রেখা নাজনীন, মো. মুজাহিদুল ইসলাম (তারুণ্যের উচ্ছ¡াস), বনকুসুম বড়ুয়া (দৃষ্টি চট্টগ্রাম), আনোয়ারুল ইসলাম বাপ্পী (ডিঙ্গি সামাজিক সাংস্কৃতিক সংগঠন), মো. শাহেদুল ইসলাম, (পাÐুলিপি আবৃত্তি দল), ইকবাল হোসেন জুয়েল (প্রমিতি সাংস্কৃতিক একাডেমি), জেবুন নাহার শারমিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ), সুপ্রিয়া চৌধুরী (চট্টলা আবৃত্তি একাডেমি), ঐশী পাল (আবৃত্তি আলয় বৈখরী), অনন্যা দাশ (প্রহর সাংস্কৃতিক সংগঠন), স্নিগ্ধা বড়ুয়া (স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন), সারোয়ার আলম দীপ (অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। একুশ থেকে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পি মো. তৌহিদুল ইসলাম, আনামিকা চৌধুরী, স্নিগ্ধা সিকদার, জয় চন্দ্র বিশ্বাস, রেনিয়া চৌধুরী, অনুকা গুহ, প্রতীক বড়ুয়া, টুটুল দেবনাথ, সঞ্জয় কুমার দাশ, উদিতা ভট্টাচার্য্য, অর্পিতা মজুমদার, মোহাই মেনুল, দীপিকা দেব তমা, নিবেদিতা দেব তাথৈ, এ্যানি বিশ্বাস, আফরোজা শাবরিন প্রিয়া, সৈয়দ আব্দুল মাবুদ। বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ¡াস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রহর সাংস্কৃতিক সংগঠন, ডিঙ্গি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রমিতি সাংস্কৃতিক একাডেমি। বিজ্ঞপ্তি