আপনি সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে: আফ্রিদি

26

করোনা ভাইরাস শব্দটাই এখন আতঙ্কে পরিণত হয়েছে। এই প্রভাবে পুরো বিশ্ব কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। এমতাবস্থায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ব্যক্তিগত সচেতনতা আর সাবধানতাই একমাত্র উপায়। নিজ দেশের মানুষকে এই নিদান দিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
নিজ দেশের মানুষকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করে একটি ভিডিও বার্তা দিয়েছেন আফ্রিদি। আর সেই ভিডিও বার্তাটি পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে সাবেক অধিনায়ককে বলতে শোনা যায়, ‘স্বাস্থ্যই সম্পদ। করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
‘হাঁচি, কাশি দেওয়ার সময় এবং খাবার আগে ও পরে আমাদের হাত খুব ভালোভাবে ধুতে হবে। আপনার হাত জীবাণুমুক্ত রাখতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু পেপার ডাস্টবিনে ফেলুন।’