আন্দোলনে রাজপথে থাকবে স্বেচ্ছাসেবক দল : সুফিয়ান

4

 

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, মহামারীসহ যে কোন জাতীয় দুর্যোগ, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করার লক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ভূমিকা প্রশংসনীয়। স্বেচ্ছাসেবক দলের নতুন থানা কমিটিতে সংগঠনের ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করা হয়েছে। আগামীতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
সদ্য ঘোষিত পাঁচলাইশ ও বায়েজীদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পাঁচলাইশ ও বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মো. হাসান, শফিউল আলম শফি, মো. মহিউদ্দিন রুবেল, কাজী মহিউদ্দিন, জাকির হোসেন মিশু, আবদুর রহমান নান্টু, হাসান উর রশিদ হাসান, সোহেল রানা, কামাল হোসেন, মেহেরাজ হোসেন, গোলাম মো. জসিম উদ্দিন অভি, এমদাদুল হক, আজাদুল হক চৌধুরী, ফরহাদ আজাদ, জহিরুল ইসলাম রাজু, মোহাম্মদ মিঠু ফকির, মোহাম্মদ নওশাদ, কোরবান আলী, মো. আরিফ, শরীফ আহমেদ ইমন, মো. বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন শিপন, মুস্তাফিজ খান, সেলিম উদ্দিন, আবুল কালাম নিজামী, ইকবাল হোসেন, হুমায়ুন কবির, সাব্বির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি