আন্দরকিল্লা থেকে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

43

নগরীর আন্দরকিল্লা সাব এরিয়া এলাকা থেকে ছয় ছিনতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছয়জন হলেন, মো. মহিউদ্দিন হেনজা (২২), মো. রুবেল (২৮), মো. হায়দার আলী ছোটন (২০), মো. মঞ্জুর আলম (২৮), মো. শাহজালাল খান আকবর (২০) ও মো. মাইনউদ্দিন শাহ (১৯)। এক যুবকের মোবাইল ছিনতাই করার খবর পেয়ে এ ছয় ছিনতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কাতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, রিয়াজুল হাসান নামে এক যুবকের মোবাইল ছিনতাই করার পর খবর পেয়ে পুলিশ সাব-এরিয়া এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি জানানা, গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন হেনজা পেশাদার ছিনতাইকারী ও কথিত বড়ভাই। বাকিরা তার সহযোগী। এদের মধ্যে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্র এবং ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রও আছে। এরা এলাকায় কথিত বড় ভাই মহিউদ্দিনের সঙ্গে থাকে। তার সঙ্গেই ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে। মহিউদ্দিন হেনজা ছিনতাইয়ের মামলায় জেল খেটে দুইমাস আগে বের হয়েছে।