আন্দরকিল্লায় মার্কেটে আগুন, নিহত ১

51

পূর্বদেশ অনলাইন
চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনের মার্কেটে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের দিকে জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, নগরের আন্দরকিল্লা মেটারনিটির সামনের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি টিম কাজ করছে। এছাড়া আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকেও টিম এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।