আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

82

আমরা রাসেল পরিষদ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর ও থানা ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা নাসিরাবাদস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
আমরা রাসেল পরিষদ মহানগরের আহবায়ক শাহেদুল আলম অপুর সভাপতিত্বে ও খুলশী থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহেদ হোসেন টিটুর পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক কমিশনার হাসিনা জাফর।
প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বিশেষ অতিথি ছিলেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা মহিদুল হক সুমন। আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা হাজী নাছির উদ্দিন, মো. জিয়াউর রহমান, সবুজ সিকদার, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, খুলশী থানা আহবায়ক মো. তাওসিব, সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, বায়োজিদ থানা আহবায়ক মনিরুল ইসলাম, ২২ নাম্বার এনায়তবাজার ওয়ার্ড আহবায়ক রাবসানুল হক, ৮ নাম্বার শুলকবহর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক মো. হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. শাকিল আহম্মেদ ইমরান, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রবিন, মো. তারেকুল ইসলাম পারবেজ, মো. জাহিদ হোসেন রাকিব, মো. জামিল শাহরিয়ার, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম বাবু, মো. আরাফাত হোসেন, মো. রাইসুল ইসলাম, দূর্জয় বিশ্বাস, ইরফানুল ইসলাম অন্তর প্রমুখ।

টাইগার পাস বহুমুখী উচ্চবিদ্যালয় :
খুলশী থানাধীন আমবাগানস্থ টাইগার পাস বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধ নমিত করণ, বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় একুশের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুল মোনাফ, ডাঃ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক তাজদীক মামুন প্রমুখ।

বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশন : ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট ধৃতিমান আইচ এর সভাপতিত্বে ও অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, ডা. মো. জামাল উদ্দিন, ডা. এস এম কামরুজ্জামান, ডা. সুভাষ চন্দ্র সেন, আলী নুর, ডা. অপূর্ব ধর, ডা. মাহমুদুল হাসান প্রমুখ।


বন্দরটিলায় ফ্রেন্ডস লেভেল টিম : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ইপিজেড বন্দরটিলায় নয়া বাড়ীর মাঠ প্রাঙ্গণে গত ২১ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় ফ্রেন্ডস লেভেল টিমের বার্ষিক বনভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যুবলীগ নেতা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও মোঃ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম। বিশেষ অতিথি ছিলেন,বি ইউনিট আওয়ামীলীগ সহ সভাপতি মো. জহুরুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, সুমন, রাজু, সুজনসহ ফ্রেন্ডস লেভেল টিমের নেতৃবৃন্দ।


হালিশহর থানা ছাত্রলীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় খাজা গরিবে নেওয়াজ স্কুল শহীদ মিনারে প্রভাত ফেরীতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনি নেতৃত্বে হালিশহর থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন, সাব্বির আহমেদ শামীম, এ.কে আরিফ খান, মাহমুদুর রহমান, নুরুল গণি, আলাউদ্দিন হোসেন, ওয়াসি খান পিয়াস, রিগান আহমদ, মো. আরমান হোসেন, মো. শামীম, মো. সজীব, মো. লাবিব, অন্তর হোসেন, ইসমাইল চৌধুরী, আবু সুফিয়ান সাকিব সহ হালিশহর থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ।


ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল : ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে শ্রদ্ধাঞ্জলী শীর্ষক কথামালা, কবিতা পাঠ ও সম্মাননা অনুষ্ঠান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ চাপ্টারের সভাপতি, গৃহায়ণ লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া।


সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখিকা আয়েশা মুন্নী এবং বিশিষ্ট প্রাবন্ধিক ডা: ডি কে ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক ফজল আহমদ, সরগম একাডেমির প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার দাশ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডা. আর কে রুবেল, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মো. জামাল উদ্দীন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক(ডিবি) মো. জামশেদ আলম, লোককবি কল্পতরু ভট্টাচাযর্, কবি আশীষ সেন।


সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানর সঞ্চালনায় কথামালায় এবং কবিতা পাঠে অংশ নেন সহ-সভাপতি প্রকৌশলী টি কে শিকদার, রাজনীতিবিদ স্বপন সেন, শিক্ষক ও কবি স্বপন বড়–য়া, শিক্ষক মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংবাদিক শেখ সেলিম, শিক্ষাবিদ ও সংগঠক রতন দাসগুপ্ত, শিক্ষক সুমন দত্ত, সাবেক ছাত্রনেতা ও আইনজীবী চন্দন পালিত, শিল্পী কাকলী দাশগুপ্তা, নারী নেত্রী সৈয়দা শাহানারা বেগম, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, রাজীব দাশ, কবি আসিফ ইকবাল, সংগঠক রতন ঘোষ, সাংস্কৃতিক কর্মী মাসুমা কামাল আঁখি, লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দীন, মো: গোলাম রহমান, অহনা মজকুরী, অঞ্জন মজকুরী, শিল্পী শান্তনু ঘোষ শান্ত, বিবেক বড়ুয়া, রুবেল বড়ুয়া, সোমা দে, বাবর মুনাফ। কথামালা ও কবিতা পাঠ শেষে একক একুশের উপর সংগীত পরিবেশন করেন লোককবি কল্পতরু ভট্টাচার্য ও ওস্তাদ স্বপন কুমার দাশ। সব শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি কবি আয়েশা মুন্নী ও লেখক ডা. ডি কে ঘোষ এর হাতে সম্মাননা তুলে দেন।
মেরন সান স্কুল এন্ড কলেজ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর সফল ক্লাসনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ শিহাব উদ্দিন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) উৎপল পাল, শিক্ষক দেবাশিস বড়ুয়া, সুপর্ণা বিশ্বাস, শহীদুল ইসলাম, তাপসী দাশ, ওসমান বেনজীর, বৈশাখী বণিক, রঞ্জন রায় চৌধুরী, মোহাম্মদ ইউনুস, প্রদীপ বড়ুয়া, বিপ্লব সরকার প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্।


আলোচনা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা রাহমত উল্লাহ আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর শওকত ওসমান। অনুষ্ঠানে সকল ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি