আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুঁড়েঘরের বই মেলা

14

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কুঁড়েঘর বাংলাদেশের ব্যবস্থাপনায় দিনব্যাপী বইমেলা গত ২০ ফেব্রæয়ারি, সোমবার সকাল থেকে রাউজান পাহাড়তলী ডিএন প্লাজা চত্বরে সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী মোহাম্মদ কায়েছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন, প্রধান অতিথি ছিলেন সিআইপি এসএম জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গোলামুর রহমান আশরাফ শাহ, চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কদলপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির করিমী, রাহমাতুল্লিল আলমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়্যদ মোহাম্মদ হোসাইন, ইউসুফ উদ্দিন, কুঁড়েঘর বাংলাদেশের পরিচালক আমান উল্লাহ আমান, আবদুস সাত্তার, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, কুঁড়েঘর বাংলাদেশের সহ অডিটর এনামুল হক মুন্না, সহ-অডিটর ইঞ্জিনিয়ার আবদুর রউফ আরিফ। বক্তারা বলেন, সমাজে বেকারত্ব যেমন বাড়ছে, তেমন বাড়ছে নানা সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্ম বিভিন্ন ফাঁদে পড়ে ভুল পথে বাড়াচ্ছে। তাই তাদেরকে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করতে হবে। বই পড়লে অনেক সঙ্কট থেকে তারা দূরে থাকবে। বিজ্ঞপ্তি