আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

32

 

চন্দনাইশ প্রেস ক্লাব

চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মিনার চত্বরে সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন, সাংবাদিক যথাক্রমে নুরুল আলম, মো. শাহাদাত হোসেন, আজিমুশ শানুল হক দস্তগীর, এম এ হামিদ, মঈনুদ্দিন, মো. আরফাত হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ।
খোরশেদ আলম টিটু

আলোকিত বরমা’র প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলমের নেতৃত্বে কেশুয়া উচ্চ বিদ্যালয় থেকে বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আলী ফারুকী, শওকতুল আলম, রুহুল আমিন, একেএম নাঈম উদ্দীন সায়েম, যুবলীগ নেতা আবু রিদুয়ান, নাজিম উদ্দীন, ফয়সাল, শেফা, মানিক, জাসেদ, ছাত্রলীগ নেতা মিজান, শাহাজাহান, নাছিম, সাকিব প্রমুখ।
কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ২০০৪ ব্যাচ

“চলো উচ্ছাসে নিবিড় বন্ধনে, মিলিত হই বন্ধুর আহবানে” স্লোগানকে ধারণ করে, গত ২১শে ফেব্রæয়ারী সকাল থেকে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০০৪ ব্যাচের প্রথম রিইউনিয়ন প্রোগ্রাম ও মহান শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। একতার টানে, বন্ধুদের পাশে আনে” স্লোগানে আনন্দমুখর পরিবেশে গান পরিবেশন, আড্ডা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, র‌্যাফেল-ড্র’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবস উদ্যাপন করা হয়। এতে আলোচনায় অংশ নেন, ব্যাচ প্রতিনিধি আবুল মনসুর, মো.পারভেজ, জসীম উদ্দিন, মো. ওসমান, মো. মিনার, মো. মোস্তাফা বাবু, মো. বেলাল, মো. আবছার, মো. ইয়াকুব, ছোটন, রবিন, পেয়ারু, মোজাম্মেল হক, মাহবুব, মো. মুন্না, তৌহিদুল আলম, আবুল কাসেম, সালাউদ্দিন, মো. শফিক, সেলিম উদ্দিন, পাপ্পূ, মো. আনিস, রাজন প্রমুখ।