আন্তর্জাতিক ফেস্টুলা দিবসে হোপ ফাউন্ডেশনের র‌্যালি

33

নিজস্ব প্রতিবেদক

হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস উপলক্ষে চট্টগ্রামে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গতকাল সোমবার এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী। হোপ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটার বাবুল চৌধুরীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি ক্ষত যেটা প্রজনন অঙ্গ এবং মূত্রাশয় এবং মলদ্বারের মধ্যে একটা গর্তের সৃষ্টি করে, এর ফলে অবিরত প্র¯্রাব/পায়খানা নির্গত হয়। এটা সাধারণত হয় দুর্গম অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েদের। যদি কোন কারণে গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসবে অতিরিক্ত বিলম্ব হয় তখন সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হয়। দ্রুত সিজারিয়ান ডেলিভারি না করতে পারলে বাচ্চা গর্ভাবস্তায় মারা যায় বা মারা যেতে পারে। মৃত বাচ্চা অনেকক্ষণ জরায়ুর ভিতরে থাকার ফলে প্রজনন অঙ্গের বিভিন্ন স্থানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রসব পথের বিভিন্ন অংশ পচে যায় ফলে ফিস্টুলার সৃষ্টি হয়। ফিস্টুলা একটি শারীরিক ভাবে বেদনাদায়ক, মানসিকভাবে ক্ষতিকর ব্যাধি। অনবরত মূত্র এবং মল ঝরার কারণে ফিস্টুলা আক্রান্ত মায়েদের শরীরে সারাক্ষণ প্রচন্ড দুর্গন্ধ থাকে। অনুষ্ঠানে সবাই প্রসবজনিত ফিস্টুলা রোগীদের পাশে থেকে ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।