আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ঢাকা ড্রিম’

7

 

করোনা প্রকোপের মধ্যেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২’। ৯ দিনব্যাপী এ আসরের চতুর্থ দিনে নির্ধারিত ভেন্যুগুলোতে চলবে বিভিন্ন দেশের সিনেমা। গতকাল ৭টায় ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘ঢাকা ড্রিম’ দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে ‘ঢাকা ড্রিম’ ছাড়াও আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি। ২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। গত বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। সে বছরের ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফী প্রমুখ।