আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর শুরু

22

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) র ব্যবস্থাপনায় এবং কোয়ালিটি আইসক্রিমের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস- কোয়ালিটি আইসক্রিম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা আগামী ২৮ সেপ্টেম্বর সিজেকেএস জিমন্যাশিয়াম হলে শুরু হবে।
বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এই রেটিং দাবা প্রতিযোগিতা ৬ দিনব্যাপী ৭ রাউন্ড সুইচলিগ পদ্ধতিতে দলগতভাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলার সকল স্কুলসমূহ এক বা একাধিক দল অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহী সকল স্কুল কর্তৃপক্ষকে আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে স্কুলের প্যাডে ও প্রধান শিক্ষকের স্বাক্ষরে সম্মতিপত্র সিজেকেএস কার্যালয়ে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। প্রত্যেক স্কুল সর্বোচ্চ ৫টি দলের নামের তালিকা জমা দিতে পারবে। প্রতিদলে অবশ্যই ৫ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে।
উল্লেখ্য, অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফিদে আইডি নাম্বার দেয়া হবে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় সিজেকেএস কনভেনশন হলে প্রতিটি স্কুল দলের ম্যানেজার/ অধিনায়কদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানার জন্য সিজেকেএস দাবা কমিটির সদস্য মো. মহসিন জামাল পাপ্পু, (০১৭১৩-১০৮৮৯৪) এবং দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন (০১৮১৯-০৮৪৬৪৬)’র নিকট যোগাযোগ করতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি