আনোয়ারা শঙ্খধ্বনি প্রতিযোগিতা সম্পন্ন

39

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি জাতীয় পর্যায়ে শঙ্খধ্বনি/উলুধ্বনি প্রতিযোগিতা ২০২০ এর আনোয়ারা উপজেলা পর্বের প্রতিযোগিতা অদ্য ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার আনোয়ারা সদরের শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে সম্পন্ন হয়।
এই উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-আনোয়ারা উপজেলার সভাপতি সুগ্রীব মজুমদার দোলন দাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত মহোদয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে শঙ্খধ্বনি/উলুধ্বনি প্রতিযোগিতা ২০২০ এর চট্টগ্রাম জেলা ও বিভাগ পর্বের সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে শঙ্খধ্বনি/উলুধ্বনি প্রতিযোগিতা ২০২০ এর চট্টগ্রাম জেলা ও বিভাগ পর্বের সদস্য কল্লোল সেন, সদস্য শিক্ষক রূপক শীল, ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, বাগীশিক-কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক দীলিপ শীল, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি লায়ন অজিত কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবক অধীর শীল, মিলকি চৌধুরী, বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের দপ্তর সম্পাদক শিমুল দাশ, সমাজকল্যাণ সম্পাদক বিপ্লব চৌধুরী।
বক্তব্য রাখেন জগন্নাথ কান্তি সেন, জোটন মজুমদার, রিটন নাথ বাবু,রনি বল, দীপু দত্ত,দিদুল সিকদার, অনুপম দত্ত, অরবিন্দ নাথ, আনন্দ মোহন দত্ত,রুপেস দত্ত, শাবলু মিত্র, রাজীব নাথ, শুভ দত্ত,রতন কুমার শীল, নিহার দত্ত, সুভাষ সিংহ সহ আনোয়ারা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শতাধিক নারীর অংশগ্রহণে শঙ্খধ্বনি/উলুধ্বনি-এই দুই ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন রূপনা মিত্র (শঙ্খধ্বনি-১ম), শর্বরী মিত্র (শঙ্খধ্বনি-২য়), দিপু সিকদার (শঙ্খধ্বনি-৩য়), লিপি চৌধুরী (উলুধ্বনি-১ম), বাপ্পী বোস (উলুধ্বনি-২য়) এবং শিবলী দাশ (উলুধ্বনি-৩য়)। প্রতিযোগিতা শেষে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি