আনোয়ারা উপজেলা ও জুঁইদন্ডী শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত

31

আনোয়ারা প্রতিনিধি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরুপে সম্পাদন করায় আনোয়ারাকে শ্রেষ্ট উপজেলা এবং জুঁইদন্ডীকে শ্রেষ্ঠ ইউনিয়নের খেতাব দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও রেজিষ্ট্রার জেনারেল মুস্তাকিম বিল্লাহ ফারুকী সাক্ষরিত এক চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়। আগামী ৬ অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ ও জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকার সম্মাননা গ্রহণ করবেন। জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, এটা আমাদের উপর একটি দায়িত্ব। আমরা দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি। এর জন্য স্বীকৃতি পাওয়া অবশ্যই আনন্দের বিষয়। কোনো কাজের স্বীকৃতি পাওয়া গেলে কাজের গতি আরো বেড়ে যায়। আমি সরকারের পক্ষ থেকে দেয়া এ স্বীকৃতি আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিমলিডার হিসেবে কাজ করেছি। কাজগুলো সম্পাদন করেন ইউপি চেয়ারম্যান, সচিব এবং উদ্যোক্তারা। তারা সঠিকভাবে কাজগুলো করায় এ স্বীকৃতি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি এই স্বীকৃতির পর আনোয়ারার প্রত্যেকটি কাজের মান আরো উন্নত এবং টেকসই হবে।