আনোয়ারায় সাগরে নৌকাসহ দুই জেলে নিখোঁজ

30

আনোয়ারায় সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাসহ দুই জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নৌকা ও জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন আনোয়ারার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শফি আলম (২৬) ও মহেশখালীর ধলঘাট এলাকার মো. সেলিম (২৫)।
জানা যায়, গত ১২ আগস্ট কুরবানির দিন বিকালে উপজেলার রায়পুর ছিপাতলী ঘাট থেকে একটি নৌকা নিয়ে আনোয়ারার শফি আলম (২৬), মহেশখালীর ধলঘাট এলাকার মো. সেলিম (২৫), মো. জাহেদ (২৫) ও মো. কামাল (২৬) নামে চার জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যান। পরে জাহেদ ও কামাল ফিরে আসলেও মো. সেলিম ও শফি আলম নৌকাসহ নিখোঁজ রয়েছেন।
নৌকার মালিক মো. এনাম বলেন, ফিরে আসা জাহেদ ও কামালের কাছ থেকে তিনি জানতে পারেন তারা সাগরে জাল ফেলে নৌকায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গেলে তাদের ঘুম ভাঙে। এ সময় তারা দুইজন নৌকায় থাকা প্লাস্টিকের বাক্স ধরে ভেসে অন্য নৌকা করে ফিরতে পারলেও সেলিম ও শফি আলমকে খুঁজে পায়নি তারা।
জানতে চাইলে কোস্টগার্ডের সাঙ্গু স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে আমাদেরকে এখনো কেউ জানায়নি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।