আনোয়ারায় শিকলে বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার করলো প্রশাসন

11

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় শিকলে বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করলো প্রশাসন। গত ৭ সেপ্টেম্বর হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালীর কুলালপাড়া থেকে সাইফুদ্দীন (২৮) নামের এক যুবককে উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। মানবাধিকার কর্মী সুমি খানের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুদ্দীনকে উদ্ধার করা হয় বলে জানা যায়। সাইফুদ্দিনের পরিবার তাকে হাসপাতালে চিকিৎসা না করে অসুস্থতার অজুহাতে পরিবারের লোকেরা সাইফুদ্দিনকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে। উদ্ধার হওয়া সাইফুদ্দিন হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের বাসিন্দা মৃত বজল আহমেদের ছেলে। সে সাইফুদ্দীন পেশায় একজন কাঠমিস্ত্রি। সে মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের দাবী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, কোনো মানুষ অসুস্থ হলে তাকে বেধে রাখা অপরাধ। তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে কেন বেধে রাখা হল সেটা বোধগম্য নয়। মানবাধিকার কর্মী সুমি খানের মাধ্যমে খবর পেয়ে হাইলধর ইউনিয়নের ইছাখালী গ্রামে একটি বাড়ীতে শিকলে বাধা অবস্থায় সাইফুদ্দিন নামের এক যুবককে উদ্ধার করি। চমেক হাসপাতালে প্রেরণ করি। এসময় ইউনিয়নের আনোয়ারা থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান কলিম উদ্দিন, মানবাধিকার কর্মী সুমি খান উপস্থিত ছিলেন।