আনোয়ারায় শানে রিসালাত সম্মেলন

12

আনোয়ারা উপজেলায় বখতিয়ার আবাবীল ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে শানে রিসালাত সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রæয়ারি বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আবাবীল ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল খাইরের সভাপেিতত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন ইছাপুর মাদ্রাসার ক্বেরাত বিভাগের প্রধান আল্লামা ক্বারী আবদুল মালেক। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। বিশেষ বক্তা ছিলেন জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ খুবাইব, কাফকো জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আবুল হোসাইন, আল্লামা মোস্তফা নূরী ও মাওলাানা ক্বারী সাইফুল্লাহ। সম্মেলনে প্রধান মেহমান ছিলেন বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ। বক্তারা বলেন, ইসলামে আমলের মর্যাদা বেশি। যে যত বেশি আমল করবে আল্লাহর নিকট তত বেশি সম্মানিত হবে। সারাবিশে^ আজকে যেভাবে মহামারি ছড়িয়ে পড়ছে এর থেকে বাঁচতে মানুষকে দ্বীনমুখী হতে হবে। পৃথিবীতে যত অত্যাচার-অনাচার বাড়বে ততই আল্লাহর পক্ষ থেকে আযাব-গজব নাজিল হতে থাকবে। বিজ্ঞপ্তি