আনোয়ারায় মমতার সাংস্কৃতিক প্রতিযোগিতা

22

পিকেএসএফ এর সহায়তায় মমতা কর্তৃক বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় গত ১৭ ফেব্রূয়ারি আনোয়ারা উপজেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা মিলয়াতনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার পরিচালক তৌহিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক কামরুন নাহার পারভীন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর উৎপল বড়ুয়া ও উপমা ভট্টাচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা ইউএনও বলেন, সৃজনশীল মেধা বিকাশে এটি একটি অভিনব আইডিয়া, মেধার বর্হিপ্রকাশ হতে এ ধরনের কার্যক্রম ভুমিকা রাখবে। তিনি মমতা ও পিকেএসএফকে এ কার্যক্রমের জন্য সাধুবাদ জানান। উল্লেখ্য, শিক্ষার্থীদের ভার্চুয়াল আসক্তি থেকে দুরে রেখে আবহমান দেশীয় সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে পিকেএসএফ ও মমতা। তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলায় ও মহানগরীর হালিশহরে উক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।