আনোয়ারায় ভক্তিয়াপাড়া মাদ্রাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

71

আনোয়ারা উপজেলার ভক্তিয়াপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসায় দু’দিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তানযীমুল কুররা বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। তানযীমুল ক্বুররা বাংলাদেশের সভাপতি ও মাদ্রাসার সদরে মুহতামিম ক্বারী মাওলানা আব্দুল গণীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আরিফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আবব্দুল হক, বিশেষ অতিথি ছিলেন তানযীমের নির্বাহী সভাপতি ক্বারী মাওলানা জহিরুল হক। বক্তব্য রাখেন আল্লামা আজিজুল হক আল মাদানী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান গণী, উপ-পরিচালক হাফেজ আবু হানিফা নোমান, সহকারী পরিচালক কারী সাইফুল্লাহ, তানযীমের সহ সভাপতি কারী আব্দুল মালেক, ইউকে প্রবাসী আহমদ মিঞা চৌধুরী, জাবের শফী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের সর্বস্তরের মুসলমানদের বিশুদ্ধ কুরআন শিক্ষা নিশ্চিতকরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশুদ্ধ কুরআন শিক্ষা মুসলমানদের অপরিহার্য বিষয়। এজন্য সমাজের সর্বস্তরে কুরআন শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। তানযীমুল কুররা বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে বিদেশে সেই প্রচেষ্ঠায় চালিয়ে যাচ্ছে। সম্মেলনের প্রথম দিন দেশী-বিদেশী কারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তানযীমের ৫৫০ জন সদস্যকে দস্তারে ফযীলত প্রদান করা হয়। তাছাড়া আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী, মুফতি শামসুদ্দিন জিয়া, আল্লামা ফোরকান উল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ৫০ জন আলেমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।