আনোয়ারায় ফসলি জমিতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ

38

উপজেলার পারকি এলাকায় সরকারি খাস জমি, স্থানীয় ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে জোরপূর্বক অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালী জালাল উদ্দিন শাহ নামে এক ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে পানি চলাচলের স্থানে বাঁধ দেয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে লোকালয়ে পানি প্রবেশ করে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিষয়টি স্থানীয় এক মহিলা ভূমিমন্ত্রীকে জানালে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয়দের সাথে নিয়ে বাঁধ কেটে দিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেন। এসময় আনোয়ারা থানা পুলিশ ও গ্রাম পুলিশগন উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন। স্থানীয়রা জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের ফুলতলী মৌজার পারকি বাজারের পশ্চিম পাশে নতুন বেঁড়িবাধ নির্মাণ হওয়ার পর একসময়ে শসা, তরমুজসহ বিভিন্ন সবজির ফসলি জমিগুলো বর্তমানে পুকুরে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি কৃষি জমি না জলাশয়। এর সুযোগ নিয়ে স্থানীয় জালাল উদ্দিন শাহ সরকারি খাসজমির সাথে স্থানীয়দের এসব জমি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করে। কৃষি জমিতে পুকুর তৈরি করে মাছ চাষে হুমকির মুখে পড়েছে কৃষকরা।
তাছাড়া মাছের ঘেরের বাঁধের কারণে এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষকরা জানান, কৌশলে ফসলি জমি ইজারা নিয়ে মাছ চাষ করছে জালাল শাহ। নিরুপায় হয়ে অনেক মালিক তাকে জমি ইজারা দিতে বাধ্য হচ্ছেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, সরকারি খাস জমি, স্থানীয় ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে জোরপূর্বক অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো জালাল নামে এক ব্যক্তি। বাঁধের কারণে পার্শ্ববর্তীদের বাড়িঘর পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভূমিমন্ত্রীর নির্দেশে বাঁধ অপসারন করে পানি চলাচলালের ব্যবস্থা করা হয়েছে।