আনোয়ারায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

57

আনোয়ারায় জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এ স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গত বুধবার বকেলে আনোয়ারা থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আফরুল হক চৌধুরী। আনোয়ারা থানার ওসি দুলাল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বৈরাগ ইউ পি চেয়ারম্যান আলহাজ সোলাইমান,বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী, নজরুল ইসলাম বকুল, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান উৎপল সেন, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, আব্বাস উদ্দিন প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক বলেন, পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন বাড়াতে হবে। পুলিশ জনগণের সেবক। পুলিশ আদালতের নির্দেশনায় কাজ করবে। থানায় দালাল ঢুকতে দেয়া হবেনা। ভ‚মিদস্যুদের দৌরাত্ন রোধ করতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না, এরকম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহব্বান জানান । মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দ‚রে থাকতে হবে। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। পুলিশ সহযোগিতা করবে। মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।