আনোয়ারায় দোকান বরাদ্দের টাকা নিয়ে উধাও মালিক

195

আনোয়ারার চাতরী চৌমুহনী ‘নতুন ভিআইপি কাঁচাবাজার’ মার্কেটের অর্ধশত ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান বরাদ্দের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন মার্কেটের মালিক মো. এরফান।
এতে এসব ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েছেন। তারা এনজিওসহ ও বিভিন্ন মাধ্যম থেকে ধার-দেনা করে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু দুই বছর হলেও মালিকের দেখা নেই। টাকা নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করার কথা থাকলেও দুই বছরেও তা সম্পাদন করা হয়নি। বর্তমানে মালিক আত্মগোপনে থেকে মার্কেটটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী আব্দুল হালিম ও মো. সেলিম বলেন, ভিআইপি কাঁচাবাজার মার্কেট নির্মাণের সময় আমাদের প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে নেন এরফান। দোকানের কাগজ দেওয়ার কথা থাকলেও দুই বছরে তা আমরা পাইনি। এখন শুনছি মালিক মার্কেট বিক্রি করে দিবেন। আমরা ধার-দেনা করে টাকাগুলো দিয়েছি।
এ ব্যাপারে মার্কেট মালিক এরফানের মোবাইলে ফোনে বারবার যোগাযোগের চেষ্ট করেও সংযোগ পাওয়া যায়নি।