আনোয়ারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

12

আনোয়ারা উপজেলায় অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ মার্চ দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট তানভীর হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআই কর্মকর্তা ও আনোয়ারা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
জানা যায়, উপজেলার কালাবিবির দীঘির মোড়ে অবস্থিত নিউ ঢাকা বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি করায় ৫০ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান কুল ড্রিংকিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা বেকারীকে এর আগেও একবার বিশ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, সোমবার (গতকাল) দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে কালাবিবির দীঘির মোড়ে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।