আনোয়ারায় ড্রেন-নালা দখল করে অপরিকল্পিত বাড়ি নির্মাণ

20

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ড্রেন,নালা দখল করে প্রভাবশালীদের অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের ফলে ৫ বছর ধরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে এ এলাকার ৫ হাজার মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে ডুমুরিয়া ঈদগাহ সড়ককসহ এলাকার রাস্তাঘাট পানির নীচে ডুবে থাকে। ফলে এলাকার জনসাধারণের চলাফেরায় সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এ ঈদগাহ সড়কে কোমর সমান পানি উঠার কারণে লোকজন এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ৫ হাজার মানুষ দীর্ঘ ৫ বছর ধরে জলাবদ্ধতায় দিন পার করছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের অপরিকল্পিতভাবে ঘর নির্মাণের ফলে এমন অবস্থা হয়েছে। এসব প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় মান্যগণ্য ব্যক্তি বা কারো কথা মানতে নারাজ। আগে একবার চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু একটি ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাসনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারো সেই ড্রেন দখল করে বাড়িঘর নির্মাণ করে ঢেকে ফেলে প্রভাবশালীরা। ফলে আবারো এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। স্থানীয়রা বার বার এসব প্রভাবশালীর নিকট ধর্ণা দিয়েও কোনো সুফল মিলছেনা বলে জানিয়েছেন। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার ভূমিকে সরেজমিন পরিদর্শণ করে ব্যবস্থা নিতে বলেন। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দা মাওলানা ইউনুছ জানান, আমরা প্রতি বছর ছয় মাস এই জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছি। এ সমস্য সমাধানে কেউ এগিয়ে আসছে না। আমরা প্রশাসনের নিকট এই জলাবদ্ধতার সুষ্ঠু সমাধান চাই। উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) জানান, আমি জলাবদ্ধতার স্থানটি পরিদর্শন করেছি। শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।