আনোয়ারায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

9

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. আব্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। জানা যায়, গহিরা সাঙ্গু স্টেশন সংলগ্ন শঙ্খ নদী থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন আব্বাস। গতকাল সোমবারও শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এর আগেও কয়েকবার তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়েছিলো।
মো. আব্বাস বলেন, উপজেলা সহকারী কমিশনারের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে দেখি আমার ড্রেজারটি আটক করা হয়েছে এবং আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, নদী থেকে বালু উত্তোলন করা আইনত অপরাধ। শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করি। পরে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।