আনোয়ারায় গাউসিয়া কমিটির জুলুছ

2

আনোয়ারা প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)’র মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জুলুছ (র‌্যালি) বের করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ ৪নং বটতলী শাখা। গত বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকালে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‌্যালি রুস্তম-মহাট বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাজার প্রাঙ্গণে এসে মিলিত হয়। এতে শত শত নবী প্রেমিকরা জুলুছে অংশ নেন। গাউছিয়া কমিটি বাংলাদেশ বটতলী শাখার সভাপতি ছৈয়দ আবু তালেব ফকিরের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশ ও জুলুছে উদ্বোধক ছিলেন বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ কাজী মুফতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আনোয়ারা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম, মাওলানা এনাম রেজা কাদেরী, এম নাছির উদ্দীন ছিদ্দিকী, মাওলানা আহমদ নুর আল কাদেরী, রফিকুর ইসলাম তৈয়বী, মো. আবুল কাশেম বিন ছৈয়দ ফারুকী, মো. ইসমাইল, সৈয়দ নুর, মাহবুবুর আলম, জিয়াউল হক রুবেল, মাস্টার মামুনুর রশিদ, হুমায়ুন কবির ছোটন ও মুরাদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী আর দলীলের প্রয়োজন নেই। জশনে জুলুছে লোক সমাগমই ঈদে মিলাদুন্নবীর দলিল। দিন দিন ঈদে মিলাদুন্নবীর আকর্ষণ প্রমাণ করে ঈদে মিলাদুন্নবীর ভিত্তি আছে। আমরা আশা করি প্রতিবারের ন্যায় এবারো নবী প্রেমী লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে আওলাদে রসূলের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর জুলুছ অনুষ্ঠিত হবে।