আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় সালানা ওরশ মাহফিল

32

 

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা’আলা আলায়হির ৬৩তম সালানা ওরশ মোবারক আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন’র সভাপতিত্বে ১২ জুন ষোলশহরস্থ জামেয়া জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতি বক্তব্যে বলেন, আউলিয়ায়ে কেরাম মানবজাতিকে সদা আল্লাহ-রাসূলের প্রদর্শিত পথে ও মতে চলার শিক্ষা দেন। পথভ্রষ্ট মানবজাতির মৃত আত্মাকে জীবিত করেন। হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) অগণিত পথহারা মুললমানকে শরীয়ত-তরিকতের অনুসরণে মুক্তির পথ দেখিয়েছেন। আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দ্বীনী শিক্ষার প্রচার-প্রসারের জন্য ১৯৫৪ সালে সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। বক্তা ছিলেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, উপাধ্যক্ষ ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ বদিউল আলম রেজভীসহ আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসাসমূহের ওলামায়ে কেরামরা। উপস্থিত ছিলেন মুহাম্মদ সামশুদ্দিন, মুহাম্মদ সিরাজুল হক, এস এম গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, মুহাম্মদ মাহবুবুল আলম, প্রফেসর কাজী শামসুর রহমান, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, লোকমান হাকিম মো. ইব্রাহীম, মুহাম্মদ আবদুল হামিদ, আবদুল মোনাফ সিকদার, নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, তসকীর আহমেদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকন, মুহাম্মদ মাহাবুব ছফা, মুহাম্মদ মনোয়ার হোসেন, এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাস্টার প্রমুখ। সালাত ও সালাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান। বিজ্ঞপ্তি