আধারমানিক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

20

রাউজান প্রতিনিধি

রাউজানের আধারমানিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। একই দিন হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেককাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা শহীদ মতিলাল চৌধুরীর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসব অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগি পরিতোষ দে।
প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র দাস। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজ সেবক কানু বিকাশ মল্লিক। সংবর্ধিত অতিথি ছিলেন বাবু বিকাশ মল্লিক, সত্যজিত বড়ুয়া, স্বরূপানন্দ চৌধুরী, অধীর চৌধুরী, মিনা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য অচ্যুত বিশ্বাস নান্টু, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সচিব মো.ইসহাক ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগি ও বিদ্যালয়ের মান্নোন্নয় কমিটির আহবায়ক বসুমিত্র বড়ুয়া, সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরী, ইউপি সদস্য ও বিদ্যালয়ের আজীবন সদস্য স্বরূপানন্দ চৌধুরী, দাতা সদস্য সত্যজিত মহাজন, আশীষ চৌধুরী মানিক, আশীষ দে, মিঠন বড়ুয়া প্রমুখ।