আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

29

নিয়মিত আদালত চালুর দাবিতে গতকাল বুধবার আইনজীবীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম কোর্ট হিল সোনালী ব্যাংক চত্ত¡রে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এড. মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে এবং মুখপাত্র এড. মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এড. মো. আবদুল কাইয়ুম ভূইয়া ও এড. খাইরুদ্দিন মাহমুদ হিরু এর সঞ্চালনায় এক প্রতিকী অনশন কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ এনামুল হক, সিনিয়র সহসভাপতি এড. সৈয়দ আনোয়ার হোসেন, সমিতির সাবেক সভাপতি এড. মো. কফিল উদ্দিন চৌধুরী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এড. এ.এস.এম. বদরুল আনোয়ার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. মো. আবদুর রশীদ, এড. মো. আবু হানিফ, এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এড. মো. আইয়ুব খান, সিনিয়র আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. সামশুল আলম, সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক যথাক্রমে আবদুস সাত্তার সরোয়ার, কিশোর কুমার দাশ, মুহাম্মদ কবির হোসাইন, সমিতির পাঠাগার সম্পাদক এড. মো. নজরুল ইসলাম, সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এড. মো. মনজুরুল আজম চৌধুরী মঞ্জু, নির্বাহী সদস্য এড. মোমেনুর রহমান, এড. সরোয়ার হোসেন লাভলু, আরোও বক্তব্য রাখেন এড. কাশেম কামাল, এড. মো. মাহবুবুল ইসলাম, এড. ওমর ফারুক শিবলী, এড. আবছার উদ্দিন হেলাল, এড. আনোয়ার হোসেন আজাদ, এড. হাসান মাহমুদ চৌধুরী, কর আইনজীবী এড. মো. জাহাঙ্গীর আলম, এড. মো. সিরাজউদৌলা, এড. মো. রাশেদুল আলম, এড. সাইফুল ইসলাম অভি, এড. ফখরুল ইসলাম, এড. মো. আশরাফুর রহমান, এড. মো. ফয়েজ প্রমুখ। মানববন্ধনে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উক্ত যৌক্তিক দাাবর সাথে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম না থাকার কারণে সমাজে মারামারি, ভূমি দখল, হানাহানি, বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টিসহ বিচারহীনতার সংস্কৃতি চালু হতে যাচ্ছে যা মোটেই কাম্য নয়। তাই আগামী ২৯ এপ্রিল হতে দেওয়ানী ও ফৌজদারীসহ সকল আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম চালু করতে হবে। প্রয়োজনে আইনজীবীরা অকার্যকর ভার্চুয়াল কোর্ট বর্জন করবে। ভার্চুয়ালের কারণে শুধুমাত্র জরুরি বিষয়সমূহ নিষ্পত্তি হচ্ছে কিন্তু আদালতের অন্যান্য স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এবং আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না বলে কঠিন সময় পার করছেন। এমতাবস্থায় বিচার প্রার্থীদের দুর্ভোগ লাগবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে অবিলম্বে নিয়মিত আদালত চালু করার জন্য নেতৃবৃন্দ প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।-নিজস্ব প্রতিবেদক