আদালতে নাৎসি স্যালুট দিলেন নরওয়ের গণহত্যাকারী ব্রাইভিক

14

 

নরওয়ের গণহত্যাকারী আন্দেস বেইরিং ব্রাইভিক তার প্যারোলের শুনানিতে আদালতে হাজির হয়ে নাৎসি স্যালুট দিয়েছেন। এক দশকেরও বেশি সময় কারাগারে থাকার পর তাকে মুক্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নরওয়ের একটি আদালতে শুনানি শুরু হয়েছে।
উগ্র ডানপন্থি ব্রাইভিক ২০১১ সালের জুলাইয়ে ৭৭ জনকে হত্যা করেছিলেন। এটি শান্তিপূর্ণ সময়ে নরওয়েতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনা। রাজধানী ওসলোতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৮ জনকে হত্যার পর দেশটির লেবার পার্টির ইয়ুথ ক্যাম্পে গিয়ে আরও ৬৯ জনকে হত্যা করেন যাদের অধিকাংশই কিশোর বয়সী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কালো স্যুট পরা মাথা মুড়ানো ব্রাইভিক আদালতে প্রবেশ করেই হাতের আঙুল দিয়ে বর্ণবাদী চিহ্ন আঁকেন তারপর তার উগ্র-ডান চরমপন্থি আদর্শ প্রকাশ করতে ডান হাত তুলে নাৎসি স্যালুট দেন।