আদালতের আইন অমান্য করে সীতাকুন্ডে জায়গা দখলের চেষ্টা

42

অর্থনৈতিকভাবেও দূর্বল হওয়ায় সীতাকুন্ডে আদালতের আইন অমান্য করে এক নিরীহ পরিবারের জায়গা দখলের চেষ্টা করছে এক প্রভাবশালী মহল। এ সময় সংঘর্ষে নারী-পুরুষসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন আজিজুর রহমান (৩৮), ওসমান গণি (৩৫), মো. ফারুক (৩০), নাছিমা বেগম (২৮), হোসনে আরা বেগম (৫৫)। গত সোমবার সকালে উপজেলার ছলিমপুর পুরাতন দাইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা আমির হামজা বলেন, ‘আমি উভয় পক্ষকে শান্তি-শৃঙ্গলা বজায় রাখার স্বার্থে নোটিস করেছি, আগামীকাল উভয়ের কাগজ-পত্র পর্যালোচনা করলে বুঝতে পারবো কে সঠিক আর কে অন্যায়কারি। জানা যায়, উপজেলার ছলিমপুর দাইয়া পাড়া এলাকার ছুরুত জামালের ওয়ারিশমূলে বিএস ৪৬৩ ও নামজারি ৪১৮৯ খতিয়ানমূলে ২৭৪৯ দাগে ভোগ দখলে রয়েছে আজিজুর রহমান গংরা। সম্প্রতি শফিউল আজম গংরা জায়গাটি একাধিকবার দখলের চেষ্টা করে। এরপর আজিজুর রহমান গং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত (উত্তরাঞ্চল) চট্টগ্রাম ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার মিস মামলা নম্বর ২১/২০১৯। মামলার পরও প্রভাবশালীরা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একাধিকবার দখলের চেষ্টা করেন। সোমবার সকালে শফিউল আজম গংরা দখলের চেষ্টাকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু ও বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নিয়ে উভয়ের মধ্যে ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক স্থানীয় হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ এ বিষয়ে বলেন, আজিজুর রহমান গংরা খুবই দূর্বল এবং সহজ সরল হওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় শতভাগ সঠিক থাকলেও শফিউল আজম গংরা বারবার জায়গাটি দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে আমিও পরিষদে একাধিবার বৈঠক বসে সমাধান করে দিয়েছি। এভাবে চলতে থাকলে যে কোন সময় আরো বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের আংশকাও রয়েছে। অপরদিকে এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত মো. আফজল হোসেন বলেন, শান্তি-শৃঙ্গলা বজায় রাখার স্বার্থে আজিজুর রহমান গংরা মাননীয় আদালতে ১৪৫ ধারা মতে মিস মামলা করেছে। আমরা তদন্ত করে বিষয়টি দ্রুত সমাধা করার চেষ্টা করবো। আজকের বিষয়টি আমরা শুনেছি। তবে ১৪৫ থাকা অবস্থায় কেউ জায়গা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিব।