আদর্শবান বঙ্গবন্ধুপ্রেমী নিয়ে সংগঠন গড়ার আহ্বান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ জেলা

39

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ জেলার জাতীয় শোক দিবসের সভা ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল নিজামী রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে আন্দোলন সংগঠিত করার জন্য সংস্কৃতকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়। তিনি প্রকৃত আদর্শবান বঙ্গবন্ধুপ্রেমীদের নিয়ে সংগঠনটি গড়ে তোলার আহŸান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু। বিশেষ অতিথি ছিলেন আবু জাফর, এস এম বোরহান উদ্দিন, সুরেশ দাশ, অ্যাডভোকেট হোসাইন রানা, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম শাহিন, এম ডি এইচ রাজু, সৈকত সেন গুপ্ত, স্বাগত নন্দী, তাপস বড়ুয়া, ছোটন নাথ, এড. অনিক দে, শিপু বড়ুয়া, রেজাউল করিম, আকতার হোসেন, আবু তৈয়ব, কাজি রোকনুজ্জামান, মঞ্জুরুল আলম, তাসনিম ইউসুফ বাবু, অনুপম নাথ, মোহাম্মদ জোবায়ের, মাহবুবুর রহমান, মোস্তাফিজুল মোস্তফা সিরাজ, মইনুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, সাবিহা সুলতানা রক্সি প্রমুখ।
শুলকবহর বাদুরতলা ইউনিট যুবলীগ
জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ২৮ আগস্ট সকাল ১১টায় ৮নং শুলকবহর ওয়ার্ড আওতাধীন বাদুরতলাস্থ এ.কে কনভেনশন সেন্টারে শুলকবহর বাদুরতলা ইউনিট যুবলীগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রী অনলাইন রেজিষ্ট্রেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প ও মাস্ক বিতরন কর্মসূচি উদ্বোধন করা হয়। ইউনিট যুবলীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এরশাদ উল্লাহ চৌধুরী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহŸবায়ক মহিউদ্দিন বাচ্চু। উদ্বোধক ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান, মহানগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামীগের সভাপতি আকতার ফারুক, সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু। বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, আওয়ামীলীগ নেতা মো. জাহেদুল আলম, মো. সায়েম, এড. সৈয়দ রবিউল হোসেন, শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক শফিকুল হাসান রিপন, আরাফাতুল মান্নান ঝিনুক, রেজাউল করিম খোকন, হুমায়ুন রুবেল, শাহ নেওয়াজ, আরফাত, মইন উদ্দিন মানিক।
মহিউদ্দিন বাচ্চু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যুবলীগ নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে ওয়ার্ড, ইউনিট পর্যায়ে ফ্রি করোনা টিকা রেজিস্ট্রেশন করতে জনসাধারণকে সহযোগীতায় এগিয়ে এসেছে। পাশাপাশি জনসচেনতা বৃদ্ধিতে আর জনসম্পৃক্ত হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান তিনি।
চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন
চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ এর জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনার লক্ষ্যে বাগমনিরাম মসজিদে গতকাল সকাল ৮টায় মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। সকাল ১০টায় দামপাড়া ওয়াসা চত্বরে চট্টগ্রাম ওয়াসা সিবিএ’র সভাপতি মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, ২৪ বছর পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালি জাতির উপর জুলুম, নির্যাতন চালিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব লড়াই-সংগ্রাম করে বাঙালি জাতিকে মুক্ত করে সারাবিশ্বে একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর কর্মী হিসেবে চট্টগ্রাম ওয়াসা একটি জনহিতকর প্রতিষ্ঠান থেকে সকল দুর্নীতি মুক্ত করে শ্রমিক নির্যাতন বন্ধ করার জন্য সর্বস্তরের শ্রমিক সমাজ দুর্বার আন্দোলন করে যাবে। সমাবেশে বক্তব্য দেন মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ও বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক উত্তম বাবু, মো. রিয়াজ, মো. ইসমাইল, মো. মনির হোসেন, মো. আমির হোসেন, মো. খোকন, মো. হাসান, মো. শাহাদাত হোসেন, সৈয়দ রাশেদ সোলেমান, মো. রফিক, মো. আব্দুল মালেক, মো. ফরহাজুল হাসান মোস্তাফা, মো. ইদ্রিস, মহিবুল্লাহ, মো. শামসুদ্দিন, মো. আলী আহমদ, মো. নুরুল কবির, বিবি আমেনা বেগম প্রমুখ।
উত্তর আগ্রাবাদ সাবেক ছাত্রলীগ ফোরাম
জাতির জনকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রলীগ ফোরামের পক্ষে নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আসকারাবাদ এলাকায় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব ওসমান গণি আলমগীর, শামসুল ইসলাম, মো. আসলাম মিয়া, মহসিন মোর্শেদ টিপু, ইলিয়াস মিয়া যিশু, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন মিন্টু, মতিউল ইসলাম বাবু, রবিউল হাসান সুমন, পার্থ পাল, আরিফুল ইসলাম, আব্দুল মজিদ বিপ্লব, মো. লিটন, মো. মনির, মো. আরিফ, বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফোরামের পক্ষে উত্তর আগ্রাবাদের প্রতিটি পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
আলোকিত শ্রমিক ফেডারেশন
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোকিত শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে আলোচনা সভা এবং জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরীর পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী।
উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি রুবি বেগম, অর্থ সম্পাদক টুম্পা দত্ত, দপ্তর সম্পাদক পূজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান এবং মহানগর মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেলিনা খান, সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, মুক্তা জামান, নাসিমা আকবর, রুনা মোস্তাক, সুমী তালুকদার, তাহমিনা বেগম প্রমুখ।
সভা পরিচালনা করেন আলোকিত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যাম দুলাল। শেষে প্রায় শতাধিক কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি