আট হোটেলকে ৮৩ হাজার টাকা জরিমানা

43

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি গ্রিল বিক্রি, খাবারে ক্যামিকেল মেশানো, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ৮টি হোটেলকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার নগরীর স্টেশন রোড, আন্দরকিল্লা এবং চকবাজার এলাকায় এসব অভিযান চলে।
নগরের স্টেশন রোড এলাকায় বাসি গ্রিল বিক্রির দায়ে নিজাম হোটেলকে ১৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে নিউ গণি বিরিয়ানি হাউসকে ২৫ হাজার টাকা এবং উজালা হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।
অন্যদিকে নগরের আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় খাবারের মূল্য তালিকা না রাখা, হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে ৪টি হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
তাছাড়া আন্দরকিল্লা এলাকায় পৃথক অভিযানে দস্তগীর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।