আট নেতার নাম সন্ত্রাসী তালিকায়, যুবদলের নিন্দা

11

সিএমপি কর্তৃক সদ্য প্রকাশিত সন্ত্রাসী তালিকায় মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, একরামুল হক ছুট্টু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন, ডবলমুরিং থানা যুবদলের বজল আহমেদ, কোতোয়ালি থানা যুবদলের মো. হাসান, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য উজ্জ্বল এবং ২৬নং ওয়ার্ড যুবদলের মাহবুবের নাম দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে ওয়ার্ড, থানায় নেতৃত্ব দিয়ে দক্ষ সংগঠক হিসাবে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন সাবেক ছাত্রদল নেতা সেলিম খান ও একরামুল হক ছুট্টু। মোহাম্মদ ইয়াছিন নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক, কুতুবউদ্দিন পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক, বজল আহমেদ, মো. হাসান, উজ্জ্বল, মাহবুব সবাই রাজপথের পরিচিত মুখ। বীর চট্টলার জিয়ার আর্দশের কৃতি সন্তান। যুবদল সহ বিরোধী দল-মতের নেতা-কর্মীদের নামে অসংখ্য মামলা। প্রায় সবগুলিই রাজনৈতিক মামলা। রাজপথের অগ্নিপরীক্ষায় যোগ্যতার প্রমাণ দিয়েই আজ মহানগর যুবদল, থানা ও ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই যুবদলের দক্ষ সংগঠক। রাজনৈতিক মামলার আসামি আর সন্ত্রাসী এক নয়। বিজ্ঞপ্তি