আটলান্টিক পাড়ি দেওয়ার উপায় খুঁজছেন গ্রেটা থানবার্গ

61

আগামী মাসে জাতিসংঘের এক সম্মেলনে যোগ দিতে সুইডেন থেকে চিলির উদ্দেশে যাত্রা করেছিলেন তরুণ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। কিন্তু নৌকা, ট্রেন আর ইলেকট্রিক গাড়িতে করে প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর যাত্রা থামাতে বাধ্য হন তিনি। কেননা, ইতোমধ্যেই ওই সম্মেলনের ভেন্যু মাদ্রিদে সরিয়ে নেওয়া হয়েছে। আর এতেই বিপাকে পড়েন গ্রেটা। কেননা, কার্বন নিঃসরণ করায় যথাসম্ভব বিমান বা জ্বালানি চালিত যান এড়িয়ে চলেন তরুণ এই জলবায়ু কর্মী। ফলে বিদ্যমান পরিস্থিতিতে আটলান্টিক পাড়ি দিয়ে মাদ্রিদ পৌঁছাতে সাহায্যের আহŸান জানিয়েছেন গ্রেটা।আগামী ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চিলিতে আয়োজিত হওয়ার কথা ছিল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ২৫। তবে সহিংস সরকারবিরোধী বিক্ষোভের কারণে গত শুক্রবার অনুষ্ঠানটি মাদ্রিদে সরিয়ে নেওয়ার ঘোষণা আসে। এই সম্মেলনে ২৫ হাজার প্রতিনিধির সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে ১৬ বছর বয়সী গ্রেটা থানবার্গের।
নৌপথে যাত্রা করে বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ রয়েছেন গ্রেটা। সেখান থেকেই তার পানিপথে চিলি যাওয়ার কথা ছিল। তবে সম্মেলন সরিয়ে নেওয়ার ঘোষণার পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কপ ২৫ আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো থেকে মাদ্রিদে সরিয়ে নেওয়ায় আমার সাহায্য প্রয়োজন। এর ফলে এমন হয়েছে যে আমি ভুল পথে প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে ফেলেছি। এখন আমার নভেম্বরে আটলান্টিক পাড়ি দেওয়ার উপায় খুঁজতে হবে… কেউ যদি আমাকে একটি পরিবহন খুঁজে পেতে সহায়তা করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। শুন্য কার্বন নিঃসরণকারী নৌকায় করে ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে জাতিসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাপক আলোচিত হন জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। পরে ট্রেন আর অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারের কাছ থেকে ধার নেওয়া একটি ইলেক্ট্রিক গাড়িতে উত্তর আমেরিকা ভ্রমণ করেন তিনি। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। স¤প্রতি তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ। সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে জলবায়ু পরিবর্তনরোধে বিশ্বনেতারা যথাযথ ভূমিকা রাখছেন না অভিযোগ করে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন এই জলবায়ুকর্মী।