আঞ্জুমানে ইসলামিয়া কমপ্লেক্সের বার্ষিক সভা

9

সাতকানিয়া পৌরসদরের ‘আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের ৫০তম বার্ষিক সভা ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মাদ্রাসা মাঠে কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি হাজী সামশুল আলম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।
সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দীন জগলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী রফিকুল আলম, ভোয়ালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরাফাত উল্লাহ, সাবেক কাউন্সিলর নেচার উদ্দীন আহমদ চৌধুরী, কমপ্লেক্স সহ-সভাপতি হাজী ছৈয়দ নুর চৌধুরী, অধ্যক্ষ হারুনুর রশীদ, ছৈয়দ আবুল হোসেন, এ.কে.এম ফেরদৌস, ছৈয়দ আবু তালেব, নজরুল ইসলাম, মওলানা শাহাদাত হোসেন, কামাল হোসেন, শফিউল আজম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন বলেন, ধর্মীয় মূল্যবোধই নৈতিক শিক্ষার মূলভিত্তি। শিক্ষার্থীরা যেন ধর্মীয় মূল্যবোধকে মাথায় রেখে নৈতিক শিক্ষা লাভ করে সেজন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
একইসঙ্গে ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিকতা, আদর্শ, সৎচরিত্রবান হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। সভা শেষে আঞ্জুমানে ইসলামিয়া কমপ্লেক্সের আঞ্জমানে ইসলামিয়া ফোরকানিয়া মাদরাসা, আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা মাদরাসার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি