আজ ষষ্ঠী মর্ত্যে আসছেন মা দুর্গা

9

অভিরাজ নাথ

আজ মহা ষষ্ঠী। মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ ষষ্ঠী। দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন ভক্তদের কাছে। সায়ংকালে বিহিত পূজার মাধ্যমে অধিষ্ঠিত হবেন তিনি। এর আগে সম্পন্ন হবে দেবীর বোধন। আর এর সঙ্গেই শুরু হবে বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এবার সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজামÐপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি। গতবারের চেয়ে পঞ্চাশটি বেশি। আগামী ০২ অক্টোবর মহা সপ্তমী, ০৩ অক্টোবর মহা অষ্টমী, ০৪ অক্টোবর মহা নবমী এবং ০৫ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা আসছেন গজে অর্থাৎ হাতিতে চড়ে। পঞ্জিকা বলছে, মা দুর্গার এবার নৌকায় গমন করবেন।