আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

101

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধজগতে এই মহান পূর্ণিমার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম মহিমায় অবিস্মরণীয়। মহান পুণ্যপুরুষ মানবপুত্র বুদ্ধ এ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমরূপে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ বা ভূমিষ্ঠ হয়েছিলেন, বুদ্ধগয়ার বোধিবৃক্ষতলে ছয় বছর ঊনপঞ্চাশ দিন কঠিন এবং কঠোর ধ্যান সাধনার মধ্য দিয়ে তাঁর পঁয়ত্রিশ বছরের বয়ক্রমকালে এ বৈশাখী পূর্ণিমা তিথিতেই সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সোপাদিশেষ নির্বাণ অধিগম করেছিলেন এবং এ পূর্ণিমা তিথিতেই বুদ্ধ আশি বছর বয়ক্রমকালে কুশিনারার যুগ্ম শালবৃক্ষতলে পরিনির্বাপিত হয়েছিলেন। এ জন্য গোটা বিশ্ব বৌদ্ধজগতে এ পূর্ণিমাটি ত্রিস্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা হিসেবে বিশ্ববিশ্রুত ও গভীর শ্রদ্ধার সঙ্গে সমাদৃত এবং অন্তরের আত্মনিবেদিত ভালোবাসা উজাড় করে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিপালিত হয়। এ উপলক্ষে প্রত্যেকটি বিহারে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শান্তি শোভাযাত্রা, বুদ্ধপূজা, শীলগ্রহণ, সংঘদান। বিকালে আলোচনা সভা, শীলগ্রহণ প্রদীপ পূজা ইত্যাদি। তাছাড়া বিহার সমূহকে আলোকসজ্জ্বায় সজ্জ্বিত করা হবে। প্রতিবারের ন্যায় এবারও নগরীর চট্টগ্রাম বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নব পন্ডিত বিহার, দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বিহার, চান্দগাঁও সার্বজনীন বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী সাড়ম্বরে নানা কর্মসূচি পালিত হবে। তাছাড়া জেলার মিরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন বিহারসমূহে কর্মসূচি পালিত হবে। বাঁশখালী পৌর সদরস্থ জলদী ধর্মরত্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক আলোচনা সভা বিকালে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত আলোচনা সভায় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। এতে উপাসক-উপাসিকাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।