আজ মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচন

32

আজ বৃহস্পতিবার মহেশখালী উপজেলার পাহাড় ও নদীবেষ্টিত শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে শাপলাপুর ইউনিয়নে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পাশা-পাশি অজানা শঙ্কাও তাদের আনন্দে ভাটা ফেলছে বলে অনেকের মন্তব্য। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। কে কেমন ভোট পাবেন, কার জনপ্রিয়তা কতটুকু- তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনকে উৎসব হিসেবে নিয়েছেন স্থানীয়রা। নৌকার প্রার্থী আব্দুল খালেক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলোচনায় এগিয়ে থাকলেও দোয়াত কলম প্রতীকের দিদারুল আলমের সাথেই মূলত নৌকার প্রতিদ্বদ্বিতা হবে বেশি। আলোচনা রয়েছে- ইউপিতে দিদারের রয়েছে বিশাল ভোটব্যাংক।
ভোটাররা জানান, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন নতুন মুখকে গুরুত্ব দেবেন স্থানীয় ভোটারেরা। প্রতীক দেখে নয় এবার প্রার্থী দেখে ভোট দিবেন তারা।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন অ্যাড. আব্দুল খালেক চৌধুরী (নৌকা), দিদারুল ইসলাম (দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন হেলালী কমল (আনারস), মহেশখালী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুল হক (অটোরিক্শা), অ্যাড. রফিকুল ইসলাম (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান নুরুল হক (ব্যাটারি), একেএম ইলিয়াস (টাইপ রাইটার) নুরুল হুদা ফয়াজু (রজনীগন্ধা)। তবে কেউ কেউ বলছেন মূল
প্রতিদ্ব›িদ্বতা হবে কমল (আনারস), আব্দুল খালেক (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল হকের (অটোরিকশা) মধ্যে। এক্ষেত্রে দ্বিমুখী প্রতিযোগিতা রূপ নিতে পারে ত্রিমুখীতে।
এছাড়াও নির্বাচনে মহিলা সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ১১ জন প্রার্থী। পুরুষ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫৭ জন। নারী-পুরুষ মিলিয়ে এখানে ১৯ হাজার ৫২৮ জন ভোটার রয়েছেন যারা ৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন।
মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার ও শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জুলকার নাঈম বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।